Header Ads

প্রধানমন্ত্রী অনলাইনে কলকাতার দুর্গা পূজা উদ্বোধন করবেন

 


অমল গুপ্ত, কলকাতা : পশ্চিমবঙ্গের শারদীয়া দুর্গোৎসব মারণ রোগ করোনার ফলে কিছুটা ম্লান হলেও  আনন্দ উৎসবে একেবারে ভাটা পড়েনি। সর্বত্র ছোট করে হলেও দুর্গা পুজোর আয়োজন চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩৭ হাজার পুজো কমিটিকে ৫০ হাজার করে টাকা অনুদান দিয়েছেন। আবার অভাবে চলা ছোট পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বুধবারে ৬৯টি পুজো অনলাইনে উদ্বোধন করেন। তিনি আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, দার্জিলিং, কোচবিহারের পুজোর ভারচুয়াল উদ্বোধন করেন।

রাজ্যে কোভিড সংক্রমণ বেড়েই যাচ্ছে পুজোর সময় মানুষের সমাবেশ বেড়ে যায়। খুশি হয় ভাইরাস, সংক্রমণ বহুগুণে বেড়ে যায়। নীতি আয়োগের মেম্বার ভি কে পাল সবাইকে হুঁশিয়ারি করে দিয়ে দিয়ে একথা জানান। কলকাতা হাইকোর্ট এ সম্পর্কে এক জনস্বার্থ মামলা দায়ের করেছেন। কলকাতার পুজোয় ভিড় কমানোর নানা চিন্তা-চর্চ্চা চলছে। মুখ্যমন্ত্রী বার বার মাস্ক পরে ভিড় এড়াবার পরামর্শ দিচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার প্রথম কলকাতার পুজোর সময় অনলাইনে পুজোর উদ্বোধন করবেন, এমন কি ভাষণও দেবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.