Header Ads

বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

 

বিশেষ প্রতিনিধি, কলকাতা : বাংলাদেশ যা পারে ভারত পারে না। বাংলাদেশে লাগামছাড়া ধর্ষণের ঘটনায় হাসিনা সরকার উদ্বিগ্ন সেখানে হিন্দু মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে ঢাকার সংমিলিত ছাত্র সন্থা সহ বিভিন্ন সংগঠন মহিলাদের প্রতি ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীদের প্রধান দাবি ধর্ষণে মৃত্যুদণ্ড দিতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার তা মেনে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড রেখে এক অর্ডিনেন্স জারি করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ষকরা পশু, পশুদের হাত থেকে নারীদের বাঁচাতেই মৃত্যু দণ্ডের বিধান। ভারতে গতবছর প্রতিদিন ৮৮ জন করে ধর্ষিত হয়েছেন। প্রতি ১৬ মিনিটে একজন ধর্ষিত হচ্ছে। এরপরও ভারত সরকার অপরাধীদের কঠোর শাস্তি দিতে পারছে না। একশো জনের মধ্যে মাত্র ২৭ জনের শাস্তি হচ্ছে বাকিরা পার পেয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.