বিক্রমপুর সমবায় সমিতিতে খাদ্যসামগ্রী বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ দীর্ঘ্য ৭ মাস থেকে লকডাউনে নাজেহাল সাধারণ মানুষ। এমতাবস্থায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকার চাল, ডাল, চানা ইত্যাদি সমবায় সমিতির মাধ্যমে বিনা মূল্যে বন্টন করে যাচ্ছে। কিন্তু রহস্যজনক ভাবে সরকারেরই একাংশ কর্মচারীর হীন মানসিকতার জন্য ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। যার জল জ্যান্ত উদাহরণ বিক্রমপুর সমবায় সমিতি। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিক্রমপুর সমবায় সমিতিতে গ্রাহকদের খাদ্য সামগ্রী বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই সমিতির অধীনে থাকা গ্রাহকগণ গত তিন মাস থেকে সরকার থেকে বরাদ্দকৃত চানা পাচ্ছেন না বলে অভিযোগ। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার অভিযোগ করে বলেন রহস্যময় ভাবে গত তিন মাস ধরে বরাদ্দকৃত জানা বিক্রমপুর সমবায় সমিতি থেকে বন্টন করা হচ্ছে না। তিনি বুধবার কাটিগড়া সার্কেল অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার
দাবী জানিয়েছেন। সমবায় সমিতির চেয়ারম্যান হুরমত আলী ও সম্পাদক সঞ্জয় বর্মন এ ব্যাপারে ওয়াকিবহাল নন বলে অভিযোগ ব্লক কংগ্রেস সভাপতির। তিনি আরো বলেন বিক্রমপুর সমবায় সমিতিতে খাদ্য সামগ্রী বন্টনে সরকারি বিধি নিষেধ কিছুই মেনে চলা হচ্ছে না। মাক্স ও সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বন্টন করার মত প্রকাশ করেন তিনি।










কোন মন্তব্য নেই