Header Ads

এবার আলু সেদ্ধ ভাত ও বিলাসিতা, খাদ্যমন্ত্রীকে মুনাফাখোর ব্যবসায়ীরা গুরুত্ব দেয় না

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বাজারে আগুন লেগেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া দাম রাজ্যের খাদ্যমন্ত্রীর অনুরোধ মুনাফাখোর ব্যবসায়ীরা গুরুত্ত দেয় না। আজ জনতা ভবনে খাদ্যমন্ত্রী ফনিভূষণ চৌধুরীর সঙ্গে অসম চেম্বার অফ কমার্সের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো বৈঠক ফলপ্রসূ হয় না। এক পয়সাও কমে না সব্জির দাম। মধ্যভোগীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা সৎসাহস সরকারের নেই বলে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। আগে মানুষ সবুজ শাক-সব্জি কিনতে না পেরে সস্তায় আলু-পেয়াঁজ কিনে নিয়ে কেবল আলু সেদ্ধ ভাত খেতেন আজ সংসদে আলু, পেয়াঁজ, তেল আর অত্যাবশ্যক সামগ্রী হিসাবে বিবেচিত হবে না বলে আইন পাশ করল কেন্দ্র। আলু-পেয়াঁজ এবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেল বলে কংগ্রেস রিপুণ বরা, সৌগত রায় প্রমুখরা অভিযোগ করলেন দিল্লিতে। এবার আলু সেদ্ধ ভাত ও বিলাসিতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.