Header Ads

৫ সেপ্টেম্বর থেকে সান্ধ্য আইন ও সাপ্তাহিক লকডাউন প্রত্যাহার, ৩০ সেপ্টম্বর পর্যন্ত রাজ্যে আনলক ৪.০ জারি, থাকবে বহু ক্ষেত্ৰে শিথিলতা, মেনে চলতে হবে গাইড লাইন



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ শনিবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে আনলক ৪.০। ইতিমধ্যে মুখ্য সচিব জারি করেছে গাইড লাইন। আনলক ৪.০-এ অধিক শিথিলতা প্ৰদান করা হয়েছে। যদিও করোনার সংক্রমণ দ্ৰুতগতিত বেড়ে গেছে তার মাঝে রাজ্য সরকার প্ৰত্যাহা করেছে সান্ধ্য আইন সাপ্তাহিক লকডাউন।  অসম আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে আনলক ৪.০।

কি কি আছে আনলক ৪.০-এর গাইড লাইন-
কণ্টেইনমেণ্ট জোন বাদ দিয়ে অন্য জায়গাগুলোতে সব ধরনের কাজকর্মের অনুমতি প্ৰদান করা হয়েছে।
স্কুল-কলেজ, শিক্ষানুষ্ঠানের ৩০ সেপ্টম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ের ৫০ শতাংশ কর্মচারী যেতে পারবে।
নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্ৰেণি পর্যন্ত কোনো ছাত্ৰছাত্ৰী যদি চায় তাহলে তারা বিদ্যালয়ে যেতে পারবে। কিন্তু এক্ষেত্ৰে অভিভাবকের লিখিত দিতে হবে।
প্রাইভেট যানবাহন সেবা আগামী ৭ সেপ্টেম্বর থেকে রাজ্যে আরম্ভ হবে।
সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মনোরঞ্জন, ধৰ্মীয় অনুষ্ঠানে সৰ্বোচ্চ ১০০ জন লোক আগামী ২১ সেপ্টেম্বর থেকে সমবেত হতে পারবে।
বিবাহ অনুষ্ঠানে ৫০ জন, মৃতের সত্‍কারে ২০ জন লোক সমবেত হতে পারবে। ২০ সেপ্টেম্বরের পর এই সংখ্যা ১০০ জনে বৃদ্ধি করা হবে।
সিনেমা হল, সুইমিং পুল, থিয়েটার বন্ধ থাকবে।
কণ্টেইনমেণ্ট জোনে ৩০ সেপ্টম্বর পর্যন্ত সম্পূৰ্ণ লকডাউন। কণ্টেইনমেণ্ট জোনে কঠোর নীতি-নিৰ্দেশনা মেনে চলতে হবে। উপায়ুক্ত সীমা নিৰ্ধারণ করতে হবে। কেবল জরুরি সেবা থাকবে কণ্টেইনমেণ্ট জোনে।
কাল থেকে রাজ্যে চলাফেরা করতে কোনো বাধা থাকবে না।
৬৫ বছরের ওপরের ব্যক্তি, গৰ্ভবতী মহিলা, দুরারোগ্য রোগে আক্ৰান্ত লোক, ১০  বছরের নীচের শিশুকে ঘরে থাকার আহ্বান।
আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার আহ্বান।
মাস্ক পরিধান না করলে বা যেখানে সেখানে থু ফেললে ১০০০ টকার জরিমনা করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.