Header Ads

কবিতা

আশুতোষ দাস

বিদ্যাসাগর নামের সঙ্গে গৌরব গাঁথা,
 বাংলা ভাষীর লোক,
বিয়ে দিয়ে হল ইতি লড়াই করে
বিধবাদের শোক।

এক লহমায় ফেলে আসেন মায়ের জন্য
চাকুরী খানা ছুঁড়ে,
 অর্বাচীনের জন্যে লিখে জেগে আছেন
সবার হৃদয় জুড়ে।
   
সাগর হয়ে স্নানে ভাসান অসহায়ের

দুঃখহরণ  শেষে,
ভীষন জেদী পুত্র মিত্র ফেলে তিনি
কার্মাটারের দেশে।
 

বিদ্যে বুদ্ধির জাহাজ হয়ে নিয়েছিলেন বাক্স নিয়ে কুলি
ভারত রত্ন তাঁর কথা যে কেমন করে।
 আমরা এখন ভুলি

শেষ জীবনে ওঠা বসা ব্রাত্য লোকের
 সঙ্গে সান্ধ্য বেলা।
 হঠাৎ হল ঝড়ের শেষে আপোষহীনের নিত্যদিনের খেলা।
 
কালের পিঠে  আলোয় আলোয়
পথ পেয়েছি জগৎজোড়া কন্ঠে
মনে জাগায় অভয় বাণী  ঈশ্বরচন্দ্রের আপোষহীনের মন্ত্রে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.