Header Ads

পেপার মিলের মৃত্যু মিছিলে চনক দাস যোগ হল



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : পাঁচ গ্রাম পেপার মিলে মৃত্যু মিছিল চলেছে আজ আবার একজন অভুক্ত প্রায় বিনা চিকিৎসায় চনক দাস চলে গেলেন। আজ ভোর রাতে পাঁচ গ্রামে মারা গেলেন। দরিদ্র পরিবার ৪৪ মাস বেতন পাননি। অন্ত্যেষ্টিক্রিয়ার সামান্য টাকাও নেই। এইচ পি সি-র অধীন এই পেপার মিল এবং জাগিরোড পেপার মিল নিয়ে ৭০ জনের মৃত্যু হল বলে শ্রমিক নেতা মানবেন্দ্র চক্রবর্তী জানালেন। ওপর নেতা এ আর মজুমদার আজ সকালে ফিনিশিং বিভাগে কাজ করা শ্রমিক চনক দাসের মৃত্যু সংবাদ জানান। মানবেন্দ্রবাবু জানান, আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে এন সি এল টি আদালতে পেপার মিল দুটির ভাগ্য নির্ধারণ হবে। মিলটি নিলাম হওয়ার সম্ভাবনা বেশি। তিনি অভিযোগ করেন কেন্দ্র সরকার, রাজ্য সরকার অসমের গরিব শ্রমিকদের কথা একবারও চিন্তা করলেন না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই নানা আশ্বাস দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.