Header Ads

সংবাদ জগতের নীরব সাধক নারায়ণ চন্দ্র সরকার চলে গেলেন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সংবাদপত্র জগতের এক নীরব সাধক চলে গেলেন। নারায়ণ চন্দ্র সরকার প্রায় সেঞ্চুরি করার পথেই ছিলেন। ভেটাপাড়া সেতুর কাছে নিজের বাড়ি থেকে খুব ধীরে ধীরে হেঁটে, মাথা ভর্তি চুল টুপি দিয়ে ঢাকতেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের উপর তার লেখা বই সমাদর পেয়েছিল এই অস্থির সময়ের লেখা লকডাউনের উপর তার বই প্রকাশিত হয়। লোকসংস্কৃতি নিয়ে তার মূল্যবান গ্রন্থ আছে। বহু স্মৃতি গ্রন্থের লেখক নারায়ণ চন্দ্র সরকার ভেটাপাড়া অঞ্চলে খুবই জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে সবাই শোক প্রকাশ করেন। তিনি দৈনিক যুগোশঙ্খের নিয়মিত লেখক ছিলেন। বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহরের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ব্যতিক্রমের পক্ষে সৌমেন ভারতীয় গভীর শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.