Header Ads

করোণা বিশ্বের ইতিহাস! দীর্ঘ পাঁচ মাস পর স্বাভাবিক ছন্দে ফিরল বরাক!

সানি রায়, শিলচর : বিশ্বের দরবারে এবার করোণা মহামারী ইতিহাস রেকর্ডের স্থান দখলের পথে।করোণার চেইন ভাঙতে দেশে দীর্ঘ দিন লকডাউন থাকার পর এখন দেশজুড়ে চলছে আনলক ৪ । এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ সহ বিভিন্ন রাজ্যে। আর্থিক অবস্থার হাল ফেরাতে করোনা সংক্রমণের জটিল পরিস্থিতিতে ও অসম রাজ্যে প্রত্যাহার করা হলো সাপ্তাহিক লকডাউন এবং নৈশ কার্ফু। বরাকে ও ছিলো ৯দিনের লকডাউন। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণা  টুইটযোগে গোটা অসম সহ বরাকের সব ধরণের লকডাউন প্রত্যাহারের  কথা জানান। কিন্তু দীর্ঘ পাঁচ মাস পর  সাপ্তাহিক লকডাউন ও নৈশ কার্ফু প্রত্যাহার করা হলেও আজ শনিবার রাস্তাঘাটের পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে এখনও আতঙ্কে জনগণ। তবে এই আতঙ্ক করোনা মহামারীর জন্য না কি  প্রশাসনের উপর ? আজ ও বরাকের সবকটি জাতীয় সড়কে জনশূন্যাবস্থা পরিলক্ষিত হয়। নেই মানুষের তেমন চলাফেরা। লকডাউন এবং নৈশ কার্ফু প্রত্যাহার করা হলেও স্কুল ,কলেজ, কোচিং-ইন্সটিটিউশন থেকে শুরু করে সিনেমা হল , সুইমিং পুল আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে।তাছাড়া বিশেষ কিছু নীতি- নির্দেশনা জারি রয়েছে স্বাস্থ্য বিধির উপর। যেমন সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। বিনা মাস্কে বাইরে বেরোলেই জরিমানা দিতে হবে এক হাজার টাকা। বয়স ষাটোর্ধ দের কে বিনা কারণে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। তাছাড়া বিশেষ জমায়েতের ক্ষেত্রে ও রয়েছে নিষেধাজ্ঞা। তবে আন্ত: রাজ্যের পারাপারে ছাড়  দেওয়া হয়েছে। সবমিলিয়ে নিজ নিজ দায়িত্বে অন্যের মঙ্গল নিহীত চিন্তা মাথায় রেখে সর্বদা স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.