Header Ads

রেল কলকাতাকে বাদ দিয়েছে



নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : দিল্লি, বেঙ্গালুরু, পাটনা,  হায়দরাবাদ প্রভৃতি সব মেট্রো শহরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।  কিন্তু পূর্ব ভারতের বৃহত্তম নগরী কলকাতাকে বাদ দেওয়া হয়েছে। আগে স্পেশাল ট্রেন দেওয়া হয়নিএবার ৮০টি ট্রেন দেওয়া হল, কিন্তু কলকাতা নেই। তবে গুয়াহাটি থেকে বেঙ্গালুরু পর্যন্ত এক ট্রেন ১২ তারিখ থেকে সপ্তাহে তিনদিন হাওড়া ছুঁয়ে যাবে মাত্র ০২৫১০ নম্বর গুয়াহাটি বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট পর্যন্ত ট্রেনটি গুয়াহাটি থেকে প্রতি রবি-সোমবার এবং বুধবার ভোর ৬.২০ মিনিটে ছাড়বে, হাওড়াতে রাত ১২.৪৫ মিনিটে পৌঁছাবে   গুয়াহাটি থেকে কলকাতা যাওয়া মানুষ গভীর রাতে কলকাতা পাবে। পশ্চিমবঙ্গের মমতা সরকার আছে বলে কলকাতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রীর প্রতি রেল বিভাগের এই অবহেলা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। আগামী নির্বাচনে উপযুক্ত জবাব দেবে বলে তৃণমূল নেতারা হুকার দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.