Header Ads

বরাকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ৭৪তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন .....


সানি রায়, শিলচর: করোণা মহামারী এবং আজ সকালের মৃদু বর্ষার প্রতিকূলতাকে ডিঙিয়ে পালিত হল ৭৪তম স্বাধীনতা দিবস। গোটা বরাকে ও এক ই ভাবে কড়া নিরাপত্তার বেষ্টনীতে উদযাপিত হয়েছে পতাকা উত্তোলন সহ রকমারি অনুষ্ঠান সূচি। কাছাড় জিলায় পতাকা উত্তোলন করেন জিলা উপায়ুক্ত ও পুলিশ সুপার। কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খলার মাধ্যমে প্রশাসনিকভাবে আয়োজিত ৭৪তম স্বাধীনতা দিবসের উদযাপন সমারোহে অতিথি হিসেবে সামিল ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ, শিলচরের সাংসদ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দিলীপ পাল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। কাছাড় জিলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাজ সুন্দর ভাবে মহামারীর ফাঁকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে কাছাড় জিলার ডি.এস.এ ময়দানে পুলিশ প্রশাসনের কুচকাওয়াজ এর মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উত্তোলন করা হয় স্বাধীনতা দিবসের পতাকা। সম্মাননা জ্ঞাপন করা হয় স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মকর্তা সহ আরও অন্যান্যদের। প্রকৃতির প্রতিকূলতাকে ডিঙিয়ে কাছাড় জিলার আয়োজন সবদিকেই লক্ষণীয় থাকার পিছনেই সুদক্ষ প্রশাসকের ভূমিকায় উপায়ুক্ত কীর্তি জল্লি ও নবাগত পুলিশ সুপার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.