Header Ads

"করোনা ওয়ারিয়র্স" হিসেবে আসামের ৩০ জনকে "এনইউজে-ইণ্ডিয়া" জাতীয় সম্মান প্রদান করা হবে আগামী ২৭ আগষ্ট গুয়াহাটিতে


হাইলাকান্দি, ২৪ আগষ্ট : করোনা অতিমারি প্রাদুর্ভাবের সময়কাল থেকে মানব সমাজের স্বার্থে উল্লেখযোগ্য কাজ করে চলেছেন এমন সব ব্যক্তি, সমাজসেবী এবং সাংবাদিকদেরকে আগামী ২৭ আগষ্ট ন্যাশনেল ইউনিয়ন অব জার্নালিষ্ট-ইন্ডিয়া এবং জার্নালিষ্টস অ্যাসোসিয়েশন অব আসামের যৌথ সমিতি দ্বারা সম্মানিত করা হবে। এখানে লক্ষণীয় যে এনইউজে'র উদ্যোগে করোনা অতিমারির সময়কালে যারা জনস্বার্থে দুর্দান্ত কাজ করেছেন তাদের সম্মান জানাতে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনে (আইএফজে)র সাথে যুক্ত ভারতবর্ষের বরিষ্ট সাংবাদিক অলোক মেহতার সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়। এনইউজেআই'র সর্বভারতীয় সহ-সভাপতি ভূপেন গোস্বামী, জেএএ সভাপতি ধীরেন্দ্র নাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডালিম ফুকন জানান আগামী ২৭ আগষ্ট গুয়াহাটি প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে কামরূপ মেট্রো'র জেলাশাসক বিশ্বজিৎ পেগু, গুয়াহাটির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রতন সাউদ, ধুবরি জেলা পুলিশ সুপার আনন্দ মিশ্র, গুয়াহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, অসমীয়া প্রতিদিনের জ্যেষ্ঠ সাংবাদিক ধ্রুবজ্যোতি পাঠক, দৈনিক অসমের জ্যেষ্ঠ সাংবাদিক জিতেন্দ্র কুমার চৌধুরী, নিউজ লাইভের সাংবাদিক গৌরবজ্যোতি নেওগ সহ ২০ জন প্রবীণ সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সম্মান জানানো হবে। এনইউজে'র সর্বভারতীয় সহ-সভাপতি ভূপেন গোস্বামী এ প্রসঙ্গে জানান প্রথম পর্বের অনুষ্ঠানটি আসামে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে এনইউজে অন্যান্য রাজ্যেও এধরণের অনুষ্ঠানের আয়োজন করবে। তিনি আরও জানান করোনা ভাইরাস প্রতিরোধে সংবাদ মাধ্যমের সাথে জড়িত ব্যক্তি ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, পুলিশ, চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও কর্মচারীরা উল্লেখযোগ্য কাজ করে চলেছেন। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য ইতিমধ্যে বেশকিছু সাংবাদিক মারাও গেছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রচুর সংখ্যক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচিত সংবাদ মাধ্যমের সাথে জড়িত ব্যক্তিকে করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করে আর্থিক সহায়তা প্রদান করা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.