Header Ads

অগপর সাধারণ সভায় উপর স্থাগিতাদেশ, মহন্তের নৈতিক জয়



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাজ্যে কা বিরোধী আন্দোলন প্রধান আঞ্চলিক দল অগপর মধ্যে বিভাজন ঘটিয়েছে। বিজেপি সরকারের শরিক অগপর তিন মন্ত্রী, কিন্তু মন্ত্রিত্বের স্বাদ ছেড়ে বেড়িয়ে আসতে পারলেন না অগপর প্রায় ৯৯ শতাংশ কর্মী কা বিরোধী আন্দোলন চালিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত কিন্তু কা বিরোধী আন্দোলন সামিল ছিলেন প্রথম থেকেই  তার জনপ্রিয়তা বেড়েইছিল দলের সভাপতি মন্ত্রী অতুল বরা যে কোনোভাবে পুনরায় সভাপতি পদ পাওয়ার জন্যে দলীয় সংবিধান সংশোধন পর্যন্ত করার চিন্তা  করছিলেনআজ দলের জেনারেল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হলঅথচ প্রতিষ্ঠাতা সভাপতি প্রফুল্ল কুমার মহন্তকে আজ আমন্ত্রণ জানানো হয়নি। গুণীন হাজারিকার মত বরিস্ট নেতা সভাপতিকে চিঠি দিয়ে সভাপতির অসাংবিধানিক কার্যকলাপের দিকে আঙ্গুল তুলে বলেন, খুশিমত এক টেবিল কমিটি গঠন করা হল। বরাক থেকে মহন্ত সমর্থকদের আটকানোর জন্যে অতুল বরা হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে যোগ সাজস করে আজ রাত থেকে লকডাউন ঘোষণা করা হল। ১-২ দিন বাদ করা যেতে পারতো।  অতুল বরার অভিসন্ধি টের পেয়ে অগপর মহানগর কমিটি গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হলে আজ কোর্ট অগপর সাধারণ সভার উপর স্থগিতাদেশ জারি করেন বলে অগপ সূত্রে জানা যায়। বরাক উপত্যকার মহন্ত সমর্থকদের দাবি প্রফুল্ল মহন্তের নৈতিক জয় হল। আগামীতে মহন্ত সভাপতির পদে বসবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.