Header Ads

অসমে ফের সাংবাদিক হত্যা! সাংবাদিকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধারনয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে ফের সাংবাদিক হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ তিনসুকিয়ার সাংবাদিক বিজেন দীপের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিজেন দীপ 'দিন-প্রতিদিন' নিউজ পোর্টালের মালিক ও নিউজ টাইম, অসমের তিনসুকিয়ার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
তিনসুকিয়া জেলার ন-পুখুরি জ্যোতিনগরস্থিত ভাড়া ঘর থেকে ওই সাংবাদিকের অর্ধগলিত অবস্থায় উদ্ধার হয়েছে মৃতদেহ। দেহের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সাংবাদিক বিজেন স্ত্রী সহ দুই সন্তানকে রেখে গেছেন। ঘটনায় শোকে ভেঙে পড়েছেন অসম প্রেস করেন্সপন্ডেন্টস ইউনিয়নের তিনসুকিয়া জেলা সমিতির সকল সদস্যরা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.