Header Ads

স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান এবার খানাপাড়ায় নয় জাজেস ময়দানে, সংগঠকদের কোভিড টেস্ট করতে হবে


অমল গুপ্ত, গুয়াহাটি : অতিমারী কোভিড ১৯ সংক্রমণের প্রেক্ষিতে এবার রাজ্যে স্বাস্থ্যবিধি মেনে  স্বাধীনতা দিবস উদযাপিত হবে। কেন্দ্রীয়ভাবে খানাপাড়া ময়দানের পরিবর্তে জাজেস ময়দানে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল জাতীয় পতাকা উত্তোলন করবেন। রাজ্যের জনসংযোগ অধিকর্তা অনুপম চৌধুরী এক বিবৃতিতে বিস্তারিত জানিয়ে রাজ্যের জেলা মহকুমা স্তরে স্বাধীনতা দিবস পালনে সরকারি নীতি নির্দেশিকার কথা বলেছেন। এবার স্বাধীনতা দিবস উদযাপনে যারা  উদ্যোক্তা, সরাসরিভাবে জড়িত তাদের কোভিড টেস্ট করাতে হবে। কেবল নেগেটিভ হওয়াদের প্রমাণপত্র দেখিয়ে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পড়া বাধ্যতামূলক। অনুষ্ঠানের প্রবেশ মুখে প্রতিজন ব্যক্তিকে থার্মাল স্ক্যানিং করা হবে। অনুষ্ঠানের মঞ্চ, চেয়ার টেবিল, পতাকা দণ্ড, সব   স্যানিটাইজ করতে হবে। এবার স্বাধীনতা দিবসে  ছাত্রছাত্রীদের, এন সি সি, প্রভৃতিদের প্যারেড হবে না। কাউকে পুরস্কার দেওয়া হবে না। তবে নাম ঘোষণা করা হবে। এবার বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে করোনা মারণ রোগ থেকে সম্পূর্ণ   সুস্থ হয়ে উঠা ব্যক্তিরা থাকবেন। তাছাড়া, এই মারণ রোগ জয় করতে যারা দিন রাত কাজ করছেন সেই ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানিয়ে সম্বোধনা জানানো হবে। এবার অনুষ্ঠানে কোনো ধরনের চা জল পানের ব্যবস্থা থাকবে না। আগে থেকে নির্দিষ্ট করা মুষ্টিমেয় কয়েকজন  শিল্পী উপস্থিত থাকবে। পুলিশ আধা সামরিক বাহিনীর প্যারেড  অনুষ্ঠিত হবে, বাকিদের নয়। সবকিছু হবে স্বাস্থ্যবিধি মেনে। এবার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.