Header Ads

পাকিস্তান থেকে ভারতে আসা শরণার্থী পরিবারের ১১ সদস্যের রহস্য মৃত্যু রাজস্থানে

 প্ৰতীকী ছবি,সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ৯ আগস্ট
পাকিস্তান থেকে ভারতে আসা  একটি শরণার্থী পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু হল রাজস্থানের যোধপুর জেলায়  । দেচু এলাকার লোড়টা গ্রামে  ওই শরণার্থী পরিবারের বাস ছিল । পরিবারটির একমাত্র জীবিত সদস্যের খোঁজ মিলেছে । তবে ওই জীবিত সদস্য তাঁর পরিবারের ১১ সদস্যের কী করে মৃত্যু হল সে সম্বন্ধে কিছুই জানেন না বলে পুলিশকে জানিয়েছেন ।

ওই এলাকার পুলিশ সুপার রাহুল ভারত জানিয়েছেন, কী করে এতজনের একসঙ্গে মৃত্যু  হল তা তাঁরা এখনও জানতে পারেননি । তবে  পরিবারের সকলে কোনও রাসায়নিক খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ।


পরিবারটির বাড়ির আশেপাশে রাসায়নিকের গন্ধ পাওয়া গেছে । পরিবারটির আদি নিবাস ছিল পাকিস্তানে । ভিল সম্প্রদায়ের পরিবারটি ভারতে এসে ফার্ম ভাড়া নেন চাষাবাদের জন্য । ফার্মেই একটি ঘরে পরিবারটি থাকত।


মৃতদের কারো শরীরেই কোনও আঘাতের চিহ্ন মেলেনি । একসঙ্গে কী করে এতজনের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । পরিবারটির একমাত্র জীবিত সদস্যকে জেরা করে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.