Header Ads

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজনের প্রভাব বদরপু্র সহ গোটা উপত্যকায়


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : গতকাল 5 ই আগষ্ট, ভারতবর্ষের ইতিহাসে ছিল একটি ঐতিহাসিক দিন। কারণ, প্রায় 500 বছর পর পুনরায় রামলালা-র  অযোধ্যায় আগমন ঘটেছে বলে ধারণা ভারতের সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ভূমিপূজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির বদরপু্র মণ্ডল ও বদরপু্র মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বদরপুরঘাটের " আশীর্বাদ"  বিবাহ ভবনে    যজ্ঞানুষ্ঠান, রাম নাম কীর্তন, সন্ধ্যা-আরতি সহ মহাপ্রসাদ বিতরণ করা হয় বলে জানা গেছে। এতে উপস্থিত ছিলেন বদরপু্র মণ্ডল সভাপতি রূপম পাল, বদরপু্র মণ্ডলের সাধারণ সম্পাদক শান্তূ নাগ, বদরপু্র মণ্ডল যুব মোর্চার সভাপতি আশিষ দাস, অনুসুচিত জাতি জেলা সম্পাদক মিঠুন শুক্লবৈদ্য ও বিজেপি নেতা ঝন্টু দাস সহ ভারতীয় যুব মোর্চার অন্যান্য কর্মকর্তারা।  এছাড়াও বদরপুরের রেলকলোনি, জুমবস্তি তথা বাজার অঞ্চল  সহ অন্যান্য অঞ্চলেও প্রবল উৎসাহ উদ্দীপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে  সবাইকে এই ঐতিহাসিক দিনটিকে ঘিরে আনন্দে মাতোয়ারা হয়ে উদযাপন করতে দেখা গেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.