Header Ads

প্রয়াত রাজ্যসভার সাংসদ অমর সিং , মৃত্যু হল সিঙ্গাপুরের হাসপাতালে

ননী গোপাল ঘোষ -- ১ আগস্ট

সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়াত হলেন প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা ও রাজ্যসভার সাংসদ অমর সিং । মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর । গত বেশ কয়েকমাস ধরে অমর সিং ভর্তি ছিলেন সিঙ্গাপুরের হাসপাতালে । ২০১৩ সাল থেকেই ভুগছিলেন  কিডনির অসুখে । সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। শনিবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অমর সিং ।

মাত্র গতকালও টুইট করেছিলেন তিনি  । অসুস্থ অবস্থায়ও সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । ২০১০ সালে দলবিরোধী কাজের জন্য সমাজবাদী পার্টি বহিষ্কার করেছিল অমর সিংকে । একই সঙ্গে অমর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অভিনেত্রী জয়া প্রদাকেও বহিষ্কার করেছিল সমাজবাদী পার্টি । বহিষ্কারের পরও বিরূপ কোনও মন্তব্য করেননি সমাজবাদী পার্টির বিরুদ্ধে । উল্টো বলেছিলেন, তৎকালীন  পার্টি সুপ্রিমো  মুলায়ম সিং যাদবের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন মুলায়ম সিং।

বচ্চন ও আম্বানি পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাঁর । তবে একসময় জয়া বচ্চনের সমালোচনা করায় সেই সম্পর্ক তলানিতে ঠেকেছিল । ১৯৯৬  সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন । ২০১৬ সালে ফের নির্দল হিসাবে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন । সে সময় সমাজবাদী পার্টির সমর্থন নিয়েই নির্দল সাংসদ হিসাবে জিতেছিলেন।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.