Header Ads

জি.এম.সি.-র অবহেলায় লামডিংয়ের করোনা রোগীর মৃত্যু



স্বপন দাস লামডিং- রাজ্যে দ্ৰুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্ৰান্তের সংখ্যা ৷ সমগ্ৰ রাজ্যে এখন করোনার  গণ সংক্ৰমন আরম্ভ হয়ে পরেছে ৷ হোজাই জিলার সাথে জিলার লামডিঙেও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা পজিটিভের সংখ্যা ৷ তারসাথে ইতিমধ্যে দুজন করোনা আক্ৰান্ত ব্যক্তির মৃত্যুও ঘটিছে লামডিংএ ৷ আজ হোজাই জিলার রামঠুকু নগরের  নিৱাসী উমা রাণী দে নামে এক ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু ঘটিছে ৷ গত ২৮ জুলাই কৰ্কটরোগী বৃদ্ধার করোনা পজিটিভ পাওয়ার পর  GMCH পেরণ করা হয়েছিল। পরে বৃদ্ধা  মহিলার মৃত্যু ঘটে ৷ পরিবারের লোকে সরকারতথা GMCH কর্তৃপক্ষর বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন যে তার মাকে GMCH তে অবহেলা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ৷ পরিবারের লোকে অভিযোগ  তুলে বলেন যে GMCHতে তার মাকে খাওয়াতো দূরের কথা একটু খাওয়ার জলও  দেননি ৷ তারা বলেন তার  মা নিজের হাতে একগ্লাস জল নিয়ে খেতে পারেনা এই অবস্থায় রোগীকে  একজনও Attendance দেওয়ার ব্যাবস্থা করেনি সরকার  ৷পরিবারের  তরফে  হোজাই সমষ্টির বিধায়ক শিলাদিত্য দেবের প্ৰশংসা করে  বলেন যে বিধায়ক দেবে বহুত সহায় করেছেন তিনি নিজ  তত্বাবধান রোগীকে ভেন্টিলেশনে ভর্ত্তি করার ব্যবস্থা করেছেন। কিন্তু বৃদ্ধার মৃত্যু হয়। এবং  খবরটা পরিবারকে বিধায়ক শিলাদিত্য দেবে তাদেরকে জানান বলে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক দের জানান হয় ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.