Header Ads

' ট্যাক্স পেয়ারস চার্টার'-- ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৩ আগস্টঃ

অতিমারিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে ' স্বচ্ছ করে ব্যবস্থা -- সততাকে সম্মান '- এই নামে করে আদায়ের পদ্ধতিতে বড়সড় সংস্কারের কথা বৃহস্পতিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।



ছবি, সৌঃ ইন্টারনেট


নরেন্দ্র মোদী বলেন,দেশ গঠনে সৎ করদাতাদের বিরাট ভূমিকা আছে । সরকার তাঁদের সম্মান জানানোর ব্যবস্থা করছে । তিনি জানান, করদাতারা ফেসলেস আপিলের সুবিধা নিতে পারবেন ২৫ সেপ্টেম্বর থেকে । ট্যাক্স পেয়ারস চার্টার কার্যকরী হবে ১৩ অগাস্ট থেকেই ।


অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, যারা সম্পদের সৃষ্টি করেন,তাঁদের সম্মান পাওয়া উচিত । যাঁরা নিয়মিত কর দেন , তাঁরা যাতে হেনস্থার শিকার না হন , সরকার তার ব্যবস্থা করবে ।

জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে দেশে শিল্পোৎপাদন কমেছে ৩৬ শতাংশ বলে মঙ্গলবার  জানিয়েছিল সরকার । আপাতত দেশীয় শিল্পকে চাঙ্গা করার জন্য কয়েকটি পণ্যের ওপরে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে । সরকার আশা করছে, এর ফলে বিদেশি পণ্যের দাম বাড়বে । দেশে উৎপাদিত পণ্যের চাহিদা বাড়বে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.