Header Ads

অগপ সভাপতি অতুল বরার সঙ্গে মহন্তর সম্মানজনক রফা

অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যে নাগরিকত্ব সংশোধনি আইনকে কেন্দ্র করে প্রধান আঞ্চলিক দল অগপর মধ্যে ফাটল ধরেছে। দলের সভাপতি মন্ত্রী অতুল বরা অপর দুই মন্ত্রী কেশব মহন্ত, ফণিভূষণ চৌধুরী নাগরিকত্ব আইনটি সমর্থন করে সমস্ত অগপ কর্মীদের বিরাগভাজন হয়েছেন। প্রাক্তন সভাপতি প্রফুল্ল কুমার মহন্তও 'কা'র তীব্র বিরধিতা করে বিজেপি সরকার থেকে দূরে সরে চলে গেছেন। কা ইস্যু নিয়ে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার অগপর তৃণমূল    পর্যায়ের কর্মীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মহন্তর পক্ষে দাঁড়িয়েছেন। বিভিন্ন জেলা কমিটি লিখিতভাবে সমর্থনের কথা সভাপতি অতুল বরাকে জানিয়েছেন। এই প্রেক্ষাপটে আগামী ২৭ আগস্ট দলের সাধারণ সভার আগে মহন্ত গতকাল খ্যদ্যমন্ত্রী ফণিভূষণ চৌধুরীর দিসপুরের সরকারি আবাসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। আজ দলের সভাপতি অতুল বরা, মন্ত্রী কেশব মহন্তর সঙ্গে ফণিভূষণ চৌধুরীর আবাসে পুনরায় বসেন।অগপ এক সূত্র জানায়, বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়ে কা বিরোধিতা করে যদি মহন্ত চলতে পারেন তবে অগপ সভাপতির সঙ্গে এক সম্মানজনক রফা হতে পারে। ২৭ তারিখে সভাতে দলের পরবর্তী সভাপতি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। বরাকের মহন্ত সমর্থকরা মহন্তকে সভাপতি পদে বসাতে চাইছেন। নিম্ন অসমের অগপর একই  দাবি। অগপ সভাপতি অতুল বরা আজ বলেন, দলের মধ্যে মতের অমিল আছে, খুব স্বাভাবিক কিন্তু বিসংবাদ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.