Header Ads

বৃহস্পতিবার অসম এডমিনিষ্ট্ৰেটিভ ষ্টাফ কলেজে সনোয়াল মন্ত্ৰী সভার গুরুত্বপূৰ্ণ বৈঠক



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বৃহস্পতিবা অসম এডমিনিষ্ট্ৰেটিভ ষ্টাফ কলেজ সর্বানন্দ সনোয়াল মন্ত্ৰীসভা গুরুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক বহু কেইটা গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। বৈঠক চাকরি প্ৰাৰ্থী জন্যও নেওয়া হয় গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবারের বৈঠক তৃতীয় এবং চতুৰ্থ বৰ্গের সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্ৰ সৰ্বোচ্চ বয়সের সীমা ৪০ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণির ক্ষেত্ৰ ৪৩ এবং টি এস সি-র ক্ষেত্ৰ বয়সের উচ্চসীমা ৪৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হেয়েছে, যেমন ২ লক্ষের কম আয়ের পরিবারকে মাসে ৮৩০ টাকা দেবে রাজ্য সরকার। আসাম স্কুল ইউনিভার্সিটি বিল পাশ করা হেয়েছে।
ধনশিরি জল যোগান প্রকল্পের জন্য ১১৬ কোটি টাকার অনুমোদন৷ ১৯৭৫ সাল থেকে কাজ সম্পূৰ্ণ করা হয়নি। করোনার ভয়াবহতার মাঝে কর্মে নিয়োজিত সাংবাদিক, হোমগাৰ্ডের মতো চাকরি করা কারোর মৃত্যু হলে ৫০ লক্ষ টাকার বীমার অনুমোদন। 

MSME সংশোধনে অনুমোদন৷ উদ্যোগ স্থাপন করতে মাটির অনুমতি লাগা প্রভৃতি বিষয় অন্তৰ্ভুক্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.