Header Ads

ভ্যাকসিনের সাফল্যের পিছনে রাশিয়ার আসল রহস্য কি !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। একদিকে আশার আলো, অন্যদিকে সন্দেহের তীর। গত বৃহস্পতিবার অনুমোদনের বার্তা ঘোষণার পর এবার ভ্যাকসিন উৎপাদনও শুরু করেছে রাশিয়া। সমালোচকরা বলছেন, তথ্য প্রকাশ্যে নেই, প্রশ্ন থাকছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও।


অন্য দিকে মহাকাশে স্পুটনিক, ভস্তক প্রেরণের ইতিহাস জানা দেশগুলো বলছে রাশিয়া এমনই--আনপ্রেডিক্টেবল। তবে বিশ্বাসী অবিশ্বাসী সকলেরই প্রশ্ন একটাই , কী ভাবে পারল রাশিয়া? রহস্যটা ঠিক কোথায়।
রাশিয়ার দাবি এর পিছনে ছয় বছরের পরিশ্রম রয়েছে। ছ-বছর
যাবৎ ইবোলা এবং মিডল ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোমের ভ্যাকসিন গবেষণাই তাদের কাজ সহজ করে দিয়েছে।
রাশিয়ার দাবি, করোনার সঙ্গে এই মিডল ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোমের অবিশ্বাস্য প্রচুর মিল রয়েছে, তাই করোনা ভ্যাকসিন তৈরি করা তাদের কাছে তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছে।অন্য দিকে পুতিন প্রশাসন জানাচ্ছে ইবোলার সঙ্গে লড়াই তাদের এই পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে। তাদের দাবি, স্পুটনিক ফাইভ তৈরিতে অ্যাডিনো ভাইরাসের সঙ্গে অন্য প্রয়োজনীয় প্রোটিন মিশিয়েই এই ভ্যাকসিন তৈরি সম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.