Header Ads

রাজ্যে আজ আক্রান্তের সংখ্যা ২০ হাজার স্পর্শ করবে, সুস্থতার হার ৬৫.২৪ শতাংশ, জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে আজকের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ২০ হাজার। আজকের মধ্যে সুস্থতার সংখ্যা স্পর্শ করবে ১৩ হাজার, রাজ্যে ৬৫.২৪ শতাংশ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছে। তা পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকে কিছু বেশি। কিন্তু মৃত্যুর হার দেশের থেকে সবচেয়ে কমমাত্র ০.২৪ শতাংশ। আজ এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একথা জানান। তিনি বলেন, আগে ১১ দিনে এই রোগ ডাবল হত। এখন ১২ দিনে হচ্ছে, রাজ্যে টেস্টের সংখ্যা ১৯ টি হবে। ৬ লক্ষ টেস্ট সম্পূর্ণ হয়েছে যা দিল্লি, অন্ধ্রপ্রদেশ, দিল্লির থেকে বেশি টেস্ট হয়েছে। গুয়াহাটির পর রাজ্যে রাপিড এন্টিজেন টেস্ট শুরু হবে। এই করোনা সংক্রমণ কত নির্মম, বেদনাদায়ক কত যন্ত্রণাদায়ক তা সাধারণ মানুষ ধারণা করতে পারবে না বলে হিমন্তবিশ্ব শর্মা মন্তব্য করেন। তিনি বলেন, আই সি ইউ-তে রেখে ১১৮ জনের   চিকিৎসা চলছে। ৩৫ জনকে বাঁচানো যায়নি। সিরিয়াস রুগীদের শেষ চেষ্টা হিসাবে অক্সিজেন থেরাপি, রেমভি সিভিঔষধ প্রয়োগের ব্যবস্থা হয়েছে। প্লাজমা থেরাপি দেওয়া শুরু হয়েছে। শাজাহান আলী আহমেদ সহ কয়েকজন প্লাজমা দিতে রাজি হয়েছেন। একজন দুটি প্লাজমা দিতে পারেন। সাধারণ উপসর্গ নয়, করোনার পজিটিভ রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তিন মাসের মধ্যে প্লাজমা দান করতে পারে বলে মন্ত্রী জানান। সরকার প্লাজমা ব্যাংক স্থাপন করবে। অন্য রাজ্য থেকে প্লাজমা আনার চেষ্টা হবে। গুয়াহাটির ১০ লক্ষ জন সংখ্যার মধ্যে কম করে তিন লক্ষ এন্টিজেন টেস্ট করতে হবে। এখন পর্যন্ত ১ লক্ষ ১০ হাজারের টেস্ট হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.