Header Ads

ভ্যাকসিন এসে গেছে, দু'মাস অপেক্ষা করুন, অনেক কষ্ট করলেন : হিমন্তবিশ্ব শর্মা



অমল গুপ্ত, গুয়াহাটি : অবশেষে  করোনা সংক্রমণের প্রতিষেধক হিসাবে কোভাস্কিন বা covaxin নামে ভ্যাকসিনকে আই সি এম আর স্বীকৃতি দিয়েছে। এমাসেই মানবদেহে পরীক্ষা করা হবে। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, আর দু'মাস কষ্ট করুন। আগস্ট মাসে ভ্যাকসিন ব্যবহার করা শুরু হয়ে যাবে। গুয়াহাটি মহানগরের জটিল অবস্থার কথা জানিয়ে বলেছেন, পাণ্ডু-মালিগাঁও, আমিনগাঁও, ধীরেণপাড়া প্রভৃতি এলাকায় করোনার গণসংক্রমণ ঘটেছে।

গুয়াহাটিতে গত ৯ দিনে ১৮৩৩ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৩৮ জন সংক্রমিত হয়েছে। রাজ্যের প্রতিজন ডেপুটি কমিশনারকে সতর্ক করে দেওয়া হয়েছে। গুয়াহাটির ৩১টি ওয়ার্ডে অত্যাধুনিক পদ্ধতিতে সওয়াব বা মুখের লালা রস সংগ্রহ শুরু হয়েছে। মাত্র ১৫ মিনিটে ফলাফল জানা যাবে। প্লাজমা  থেরাপি শুরু হবে। করোনা থেকে সুস্থ হয়ে উঠা ডাক্তার লিথিকেশ আজ প্লাজমা থেরাপির নমুনা দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.