Header Ads

আবার ১৪ দিন লক ডাউনের দিকে যাচ্ছে গুয়াহাটি, প্রথম করোনা উপসর্গহীন এক ব্যক্তির মৃত্যু হল


অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে করোনা উদ্ভূত পরিস্থিতি জটিল হচ্ছে। করোনায় আক্রান্ত  পজিটিভ রোগীদের অধিকাংশ ক্ষেত্রে  ট্রাভেল  হিস্ট্রি বা ভ্রমণ বৃত্তান্ত নেই। এক বৃহৎ অংশের করোনার কোনও উপসর্গও ছিল না, কোনো উপসর্গ না থাকা ব্যক্তির মৃত্যুর নজির ছিল না। আজ রাজ্যে প্রথম সেই নজির সৃষ্টি করলো, যা স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলেছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে পুলিশের হাবিলদার   হরেশ্বর নাথের মৃত্যুর খবর জানান। আই আই টি গুয়াহাটির কোভিড সেন্টারে কোনো উপসর্গ না থাকা ৫৩ বছর বয়সী পল্টনবাজার থানার হাবিলদার নাথ মারা যান। তার অক্সিজেনের মাত্রার লেভেল কিছু কম ছিল বলে জানা গেছে। আজ ৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২ জন। শুধু গুয়াহাটিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার স্পর্শ করতে চলেছে। গুয়াহাটিতে ২৯ জুন থেকে ১৪ দিনের জন্য লকডাউন দেওয়া হয়েছিল, শেষ হবে ১২ জুলাই। ২৯, ৩০ জুন গুয়াহাটিতে করোনা সংক্রমণের হার ছিল ৩২ শতাংশ, বর্তমানে লকডাউনে সুফল দেখা দিয়েছে। সংক্রমণের হার দাঁড়িয়েছে ১২ শতাংশ। আরও ১৪ দিন লকডাউন দিলে সংক্রমণের হার জিরোতে এসে দাঁড়াবে, এই লক্ষ্যে অসম সরকার আবার নতুন কিছু নিয়মনীতি মেনে ১৩ জুলাই থেকে ১৪ দিন লক ডাউনের সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। তা  শুধু সময়ের অপেক্ষা। তবে এবার লকডাউনের  সময় ৩০ শতাংশ দোকানপাট খোলা রাখা সহ কিছু ক্ষেত্রে কঠোর নিয়মনীতি শিথিল করা হবে। আজ জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় স্বাস্থ্য সচিব সমীর সিনহা সহ পদস্থ পুলিশ অফিসাররা লকডাউন বৃদ্ধির পক্ষে জোরালো ওকালতি করেছেন। সমীর সিনহা বলেন, ১৪ দিনের লকডাউনের ফলে সংক্রমণের হার বহু কমেছে এবার লকডাউন দেওয়া না হলে যে সুফল মিলেছিল তা ব্যর্থ হয়ে যাবে। গুয়াহাটিতে ব্যাপক হারে গণসংক্রমণ শুরু হয়েছে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে ১৯ জন আক্রান্ত হয়েছে। এই জেলে  কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ আছেন, তিনিও আক্রান্ত হয়েছেন বলে কৃষক মুক্তির কর্মীরা দাবি করে তার মুক্তির দাবি জানিয়ে আজও রাজ্যের কয়েকটি জেলাতে আন্দোলন করেছে। গুয়াহাটির করোনা উদ্ভূত পরিস্থিতি ভয়াবহ। এর পরেও কেউ সামাজিক দূরত্ব মানছে না, মাস্ক পড়ছে না। বাজারে বাজারে ভিড়, নিয়ম নীতির বালাই নেই। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ প্লাজমা থেরাপি শুরু করেছে। করোনা আক্রান্তের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠা ডাক্তার লিথিকেশ এক সিরিয়াস কোভিড আক্রান্ত রোগীকে প্লাজমা দান করেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা  পি পি কিট পরিধান করে জি এম সি-র আই সি ইউতে কোভিড রুগীদের পাশে দাঁড়িয়ে প্লাজমা থেরাপির সূচনা করেন। আজ সোনাপুরে ডনবক্স বিদ্যালয়ে নতুন করে কোভিড   সেন্টার চালু করতে গিয়ে মন্ত্রী বলেন, অসমের ভয়ানক পরিস্থিতি, গণ সংক্রমণ অব্যাহত। তিনি   কাতর আবেদন জানিয়ে বলেন, সামাজিক দূরত্ব বজায়  রাখুন, মাস্ক পড়ুন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মানুষকে লকডাউন বিধি মেনে চলার আহবান জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা আজ  ভুতনাথ শ্মশানে রাজ্যবাসীর কাছে আহবান জানিয়ে বলেন, করোনায় আক্রান্ত মৃতদের অসম্মান করবেন না, সম্মান করুন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ গুয়াহাটির এক অনুষ্ঠানে একই কথা শুনিয়ে বলেন করোনা আক্রান্ত মৃতদেহ থেকে কোনো রোগ ছড়ায় না। ১-২ মিটার ব্যবধানে সামাজিক দুরুত্ব বজায় রাখলে  ভয়ের কিছু নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.