অক্সফোর্ড ভ্যাকসিনের ফল জানা যাবে সোমবার--রুশ ভ্যাকসিনও নিরাপদ দাবি !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
করোনারোধী রুশ ভ্যাকসিনের প্রথম ট্রায়ালে ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এতে কোনো ধরনের স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়নি। অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটির প্রথম ট্রায়ালের ফলাফল আগামী সোমবার নাগাদ জানা যাবে বলে জানিয়েছেন সেখানকার বিশেষজ্ঞরা। গত রবিবার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওই ট্রায়ালে যে ১৮ জন অংশ নিয়েছিলেন তারা ভালো আছেন। তাদের ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
শ্বেতলানা ভোলচিকিনা নামে এক গবেষক দাবি করেন, ওই স্বেচ্ছাসেবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কাজ করছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ওরা সকলেই এখন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত। ভ্যাকসিনের ট্রায়ালে গত ২৩ জুন অংশ নেয়া দ্বিতীয় দলটি বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। মন্ত্রণালয় আশা করছে, জুলাইয়ের শেষ নাগাদ তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে।
অন্যদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল আগামী সোমবার প্রকাশ হবে। বিশ্বখ্যাত ল্যানসেট মেডিকেল জার্নাল জানায়, করোনা প্রতিরোধে কার্যকর কিনা সেটি দেখার জন্য বর্তমানে বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। তবে উৎপাদক প্রতিষ্ঠান দুটি এখনো প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফলই প্রকাশ করেনি। ল্যানসেট জার্নালের একজন মুখপাত্র বলেন, আমরা আশা করি প্রাথমিক পর্যায়ের ফলাফল সোমবার প্রকাশিত হবে। বর্তমানে চূড়ান্ত সংশোধনী ও প্রাক-প্রস্তুতি চলছে।
করোনারোধী রুশ ভ্যাকসিনের প্রথম ট্রায়ালে ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এতে কোনো ধরনের স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়নি। অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটির প্রথম ট্রায়ালের ফলাফল আগামী সোমবার নাগাদ জানা যাবে বলে জানিয়েছেন সেখানকার বিশেষজ্ঞরা। গত রবিবার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওই ট্রায়ালে যে ১৮ জন অংশ নিয়েছিলেন তারা ভালো আছেন। তাদের ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
শ্বেতলানা ভোলচিকিনা নামে এক গবেষক দাবি করেন, ওই স্বেচ্ছাসেবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কাজ করছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ওরা সকলেই এখন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত। ভ্যাকসিনের ট্রায়ালে গত ২৩ জুন অংশ নেয়া দ্বিতীয় দলটি বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। মন্ত্রণালয় আশা করছে, জুলাইয়ের শেষ নাগাদ তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে।
অন্যদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল আগামী সোমবার প্রকাশ হবে। বিশ্বখ্যাত ল্যানসেট মেডিকেল জার্নাল জানায়, করোনা প্রতিরোধে কার্যকর কিনা সেটি দেখার জন্য বর্তমানে বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। তবে উৎপাদক প্রতিষ্ঠান দুটি এখনো প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফলই প্রকাশ করেনি। ল্যানসেট জার্নালের একজন মুখপাত্র বলেন, আমরা আশা করি প্রাথমিক পর্যায়ের ফলাফল সোমবার প্রকাশিত হবে। বর্তমানে চূড়ান্ত সংশোধনী ও প্রাক-প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই