Header Ads

কাজিরঙা রাষ্ট্রীয় উদ‍্যানে অর্কিড উদ‍্যানের আধার শিলা স্থাপন মুখ‍্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের, কাজিরঙা অর্কিড পাশে অতিথিশালা নির্মাণের প্রকল্প গ্রহণ জলসম্পদ বিভাগের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাষ্ট্রীয় উদ‍্যান কাজিরঙায় মুখ‍্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বৃহস্পতিবার কাজিরঙা অর্কিড উদ‍্যানের আধারশিলা স্থাপন ক‍রেছেন। অনুষ্ঠানে মুখ‍্যমন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে ভাষণ প্রদান করেন। তিনি বলেন, কাজিরঙা উদ‍্যান সহ রাজ‍্যের সব পর্যটন স্থল বছরের ১২ মাসই দর্শনার্থীদের জন্য খোলা রাখা যায়, সেব‍্যাপারে সরকার চিন্তা চর্চা করছে। কাজিরঙায় স্থাপন করা অর্কিড উদ‍্যান শস‍্য বিভাগে এক নতুন যুগের সূচনা করবে। দর্শনার্থীদের সাথে এই উদ‍্যান ছাত্রছাত্রী, গবেষক ও বিজ্ঞানীদের জন‍্যও এক নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশ্বজুড়ে অর্কিডের বাণিজ্যিক গুরুত্বকে তুলে ধরে নিজেদের বাড়িতে বা অর্কিডের ক্ষেতি করে এক অর্কিড সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী। কাজিরঙা সহ অসমের আনাচে কানাচে থাকা বনভূমির অনাবিষ্কৃত সম্পদ, শক্তি প্রভৃতি আবিষ্কার করে রাজ‍্যের জৈববিবিধতা সংরক্ষণ ও সংবর্ধনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে বলে মুখ‍্যমন্ত্রী জানিয়েছেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ও উদ‍্যান শস্য বিভাগের মন্ত্রী অতুল বরা এই অর্কিড উদ‍্যান স্থাপনের ক্ষেত্রে এগিয়ে আসার জন্য মুখ‍্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে প্রাকৃতিক ভাবে ৩০ হাজার প্রজাতির অর্কিড পাওয়ার সঙ্গে ১.২০ লক্ষ বর্ণসংকর প্রজাতির প্রাকৃতিক অর্কিডেও ভরপুর। ভারতে মোট ১৩০০টি অর্কিডের ভিতরে অসমে ৪০০টি প্রজাপতির অর্কিড প্রাকৃতিকভাবে পাওয়া যায়। ৭০টি বিলুপ্তির পথে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এগুলিকে বাঁচানোর জন্য উদ‍্যানে বিশেষ ব‍্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত বলেন, এই উদ‍্যানের কাছে একটি হেলিপ্যাড নির্মাণের জন্যও সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। জলসম্পদ বিভাগের পক্ষ থেকে কাজিরঙা অর্কিড উদ‍্যানের কাছে একটি অতিথিশালা নির্মাণ করার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে তিনি ঘোষণা করেন। অনুষ্ঠানে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক ভট্টাচার্য্যও ভাষণ প্রদান করেন। রাজ‍্য স‍রকারের উদ‍্যান শস্য বিভাগের সঞ্চালক আব্দুল জলিল ও রাজ‍্যসভার সাংসদ কামাখ‍্যা প্রসাদ তাসাও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ঋতুপর্ণ বড়ুয়া, অসম বীজ নিগম ও অসম কৃষি বিপণন পরিষদের অধ‍্যক্ষদ্বয়, গোলাঘাট জেলার উপায়ুক্ত বিভাগ মোদি ও নগাঁও  জেলার উপায়ুক্ত যাদব শইকিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ‍্য, ১৬ কোটি টাকা ব‍্যয়ে ৩০ বিঘা জমিতে কাজিরঙা অর্কিড উদ‍্যানের কাজ আগামী দু'বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে স্থির করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.