Header Ads

ফুল কি হেঁটে বেড়ায় !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
দেখতে অবিকল ফুলের মতো--কিন্তু ফুল নয় ! রাস্তায় কিংবা গাছের তলায় পড়ে থাকতে দেখলে হয়তো কেউ ভাববে এটা কোনো ফুল। কিন্তু যখনই নড়াচড়া করবে, তখনই দারুণ অবাক হতেই হবে। মনে হবে এটা আবার কী--ফুল আবার নড়াচড়া করে নাকি !
কিন্তু এমনটিই ধরা পড়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দার ক্যামেরায়।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও (https://twitter.com/i/status/1282498529626214400 ) শেয়ার করেন সুশান্ত। ওই ভিডিওতে দেখা যায়, একটি পাতার উপর ঠিক যেন একটি ফুল ঝরে পড়ে রয়েছে। কিন্তু হঠাৎ-ই ফুলটি নিজে থেকে নড়াচড়া শুরু করে দিয়েছে। ‘ফুল’টি যেন চরে বেড়াচ্ছে। আসলে এটি ফুল নয়, এটি একটি ‘অর্কিড ম্যান্টিস’ নামে এক ধরণের পোকা।
ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন কিছু দৃশ্য সামনে আসে যা হয়তো সারাজীবনেও অনেকের চাক্ষুষ করা হয় না। সুশান্তও ভিডিওটির সঙ্গে পোস্টে লিখেছেন, ‘চলমান অর্কিড’। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই ‘অর্কিড ম্যান্টিস’ নামের পোকা ভারতের পশ্চিমঘাট পার্বত্য এলাকায় দেখতে পাওয়া যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.