Header Ads

করোনার পর চিনের উহানে ভয়াবহ বন্যা, রেড এলার্ট জারি !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিনের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে। এরই মধ্যে উহান শহরসহ আরও কয়েকটি স্থানে রেড এলার্ট ঘোষণা করা হয়েছে।

বৃষ্টিতে উহানের ইয়াংজি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সেখানকার অধিবাসীদের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে কর্তৃপক্ষ।
এছাড়া, জিয়াংসি প্রদেশে পয়্যাং হ্রদের জলও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পূর্বে সাংহাইয়ের একটি হ্রদের
জল বিপদসীমার ওপরে চলে যাওয়ায় সেখানেও রেড এলার্ট জারি হয়েছে।
উহানে বন্যার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এতে বিঘ্ন ঘটছে করোনা মোকাবেলা কর্মসূচি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.