Header Ads

এসএমসির পিছনের রাস্তা বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত শিক্ষক সংস্থার


নয়া ঠাহর, শিলচর : বন্ধ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজের পেছনের দিকের সড়ক। শনিবার কলেজ শিক্ষক সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতির মাধ্যমে ডাঃ ডলি রায় ও সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, এসএমসি শিক্ষক সংস্থা দীর্ঘদিন থেকেই নিরাপত্তার স্বার্থে গোটা চত্বরকে পাকা দেওয়াল দিয়ে ঘিরে দেওয়ার জন্য সোচ্চার ছিল। বিশেষকরে হোস্টেল ও মেডিকেল কলেজের টিচিং এণ্ড নন টিচিং স্টাফদের আবাসনের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিল বাউন্ডারি দেওয়াল না থাকায়।
        তাছাড়া, বিভিন্ন সময়ে মেডিকেল কলেজের সরকারি আবাসনেও হয়েছে দুঃসাহসিক চুরি। মোটর সাইকেল থেকে শুরু করে গাড়ি সবকিছুই হাতিয়ে নেয় চোরের দল।  ফলে চোরের দাপটে তটস্থ গোটা মহল্লা। কিন্তু নিরাপত্তারক্ষীর সংখ্যা কম থাকায় সমস্যার সমাধান হচ্ছিল না কিছুতেই। এবার সমস্যার সমাধান হবে পাকাপোক্তভাবে বলে মনে করছে সংস্বা। এবং এরজন্য তারা কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া সহ কলেজ পরিচালন ও জনপ্রতিনিধিদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.