Header Ads

লাদাখ থেকে ফিরেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বন্যা ও করোনার উদ্ভূত পরিস্থিতির খোঁজ নেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন


অমল গুপ্ত, গুয়াহাটি : চীন-ভারত সংঘর্ষের উত্তেজনা আজও অব্যাহত। সেই যুদ্ধক্ষেত্র লাদাখে হঠাৎ সফর করে ১১০০ ফুট বরফ আচ্ছাদিত অতি ঠাণ্ডাতে দাঁড়িয়ে বীর জওয়ানদের পাশে নিয়ে 'জয় হিন্দ' নাড়া দিলেন। চীন পাকিস্তানের নাম না করে হুমকি দিলেন, তা একমাত্র পারেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বীর সেনাদের ত্যাগের কথা, দেশ সেবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আজ লাদাখ থেকে ফিরেই আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি, ধস এবং করোনা উদ্ভূত পরিস্থিতির খবর নেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সরকার কোভিড-১৯ সংক্রমণ রোধে এবং বন্যা প্রতিরোধে কি ব্যাবস্থা গ্রহণ করেছে তা অবগত করান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী অসমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনে নিয়ে সব ধরনের সাহায্য করার আশ্বাস দেন। তার আগে মুখ্যমন্ত্রী আজ গুয়াহাটি আই আই টি এবং মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারে স্থাপিত কোভিভ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আশ্বাস দেন বরাক ব্রহ্মপুত্র, পাহাড় সমতলের মানুষের স্বাস্থ্য  সুরক্ষায় সরকার কোনো ধরনের আপোষ করবে না। সব ধরনের প্রয়াস চালাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.