রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যার ভয়াবহ রূপ, সোমবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জলসম্পদ মন্ত্রীর সঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সনোয়ালও
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনা মহামারীর সংক্ৰমণে মাঝে রাজ্যের বিভিন্ন প্ৰান্তে এখনও বন্যার পরিস্থিতি ভয়াবহ। এ পৰ্যন্ত তিনিটা করে বন্যায় আক্ৰান্ত হয়েছে রাজ্যবাসী ৷ জায়গায় জায়গায় ভেঙে পড়েছে বহু নদীর পার লক্ষেরও অধিক মানুষ বন্যার হাত থেকে বাঁচতে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্ৰয় নিতে হচ্ছে।
কি উঁচু, কি নীচু, বন্যা একধারে ধুয়ে নিচ্ছে হাজার হাজার গ্রাম। এপৰ্যন্ত বছরের তিনিটা বন্যায় অনেক লোকের মৃত্যু হয়েছে। একথা জানিয়েছেন রাজ্যের জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত।
সাংবাদিকদের জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত জানিয়েছেন, “গত তিন দিনে ব্ৰক্ষ্মপুত্ৰ বিপদসীমার ওপর বইছে। পহুমরা, পুঠিমারী ও ননৈয়ের মথাউরে মোট ১১টি জায়গায় বাঁধ ভেঙেছে। যে স্থানগুলি মেরামত করতে পারা যাবে, সেগুলি মেরামত করার চেষ্টা করব।”
“সোমবার মুখ্যমন্ত্ৰী রাজ্যের বন্যা পরিস্থিতির পরিদর্শন করতে যাবেন। মুখ্যমন্ত্ৰীর সঙ্গে জলসম্পদ মন্ত্ৰী হিসাবে আমিও যাব। সকল মন্ত্ৰীদেরকে নিজের নিজের জায়গার বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়ার জন্য মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল নিৰ্দেশ দিয়েছেন।” জানালেন জলসম্পদ মন্ত্ৰী মহন্ত।
কোন মন্তব্য নেই