Header Ads

মেগা ষ্টার অমিতাভ বচ্চন পুত্রসহ করোনা আক্রান্ত, নানাবতী হাসপাতালে ভর্তি


নয়া ঠাহর ওয়েব ডেস্ক: প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চন শনিবার করোন ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনই শনিবার রাতে টুইট করে জানান। অমিতাভ বচ্চন তাঁর টুইটে করোন ভাইরাস নির্ণয়ের প্রকাশের এক ঘন্টা পরে, অভিষেক টুইট করে বলেন : "আজ আমার বাবা এবং আমি উভয়ই কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করলাম। হালকা লক্ষণই আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা সকল কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের পরিবার এবং কর্মীরা সবাই পরীক্ষিত হচ্ছে। আমি সবাইকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। " অমিতাভ বচ্চন এবং অভিষেক মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি। বহু পাঠকের নিশ্চই মনে পড়ছে এক হেডলাইন - মেগাষ্টার অমিতাভ বচ্চন - 'বলিউডের হেলির ধূমকেতু - ৭৫ বছরে একবার আসে'। হৃষিকেশ মুখার্জির আনন্দ সিনেমার 'বাবু মশাই'র ও অভিষেকের প্রতি নয়া ঠাহর গোষ্ঠীর সবার তরফ থেকে রইলো দ্রুত আরোগ্যের শুভ কামনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.