Header Ads

রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ৬৫ হাজার, শুধু গুয়াহাটিতে আক্রান্ত হবে ৩২ হাজার, এই ভয়ানক বার্তা দিলেন স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অমল গুপ্ত, গুয়াহাটি : স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ আবার রাজ্যবাসীকে সতর্ক ও সাবধান করে দিয়ে বলেন, করোনা উদ্ভূত পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাবে যদি মাস্ক না পরা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখার মত কর্তব্য  পালনে ব্যর্থ হয়। তিনি বলেন, যে হারে এই সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আগামী মাসের মধ্যে অসমে ৬৫ হাজার আক্রান্ত হবে। তার মধ্যে শুধু গুয়াহাটিতে ৩২ হাজার আক্রান্ত হবে। আজ নগাঁও, গোলাঘাট প্রভৃতি জেলা পরিদর্শন করার সময় এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০০ এর অধিক সিরিয়াস কোভিড রুগী আছেন। গুয়াহাটির পর নগাঁও, গোলাঘাট, শিলচর, যোরহাট শহরে করোনা সংক্রমণ বাড়বে বলে কেন্দ্রীয় সরকার আগাম বার্তা দিয়েছে। গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে প্রায় হাজার কয়েদির মধ্যে ১৮৪ জন করোনাতে আক্রান্ত হয়েছে। কাছাড়ে ৫১৪, যোরহাটে ১৬০, ডিব্রুগড়ে ৫৩৭ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩০০-এর বেশি ডাক্তার নার্স, স্বাস্থ্যকর্মী  আক্রান্ত হয়েছেন। আজ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৩ বছরের এক বৃদ্ধা করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.