প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো খালি করার নির্দেশ
সুধৃতি দত্ত, নতুন দিল্লি : কংগ্রেস দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে দিল্লির লোদী স্টেটের বাংলো থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে কেন্দ্রীয় নাগর উন্নয়ন বিভাগ। আজকের তারিখে লোদী স্টেটের ডেপুটি ডিরেক্টর এক নোটিশ বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিরাপত্তার স্বার্থে বাংলোটি বরাদ্দ করেছিল। যেহেতু প্রিয়াঙ্কা গান্ধীর জেড প্লাস এসপিজির সুরক্ষা বলয় উঠিয়ে নেওয়া হয়েছে, তাই আর সরকারি এ বাড়ির প্রয়োজন নেই। এসপিজি জেট কেটাগরির নিরাপত্তা থাকলে এ সুবিধা পাওয়া যেত। তাকে ঘরটি খালি করে দেওয়ার জন্য এক মাসের সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১ আগস্টের আগে ঘর ছাড়তে হবে নতুবা দেরি করলে ক্ষতিপূরণ দিতে হবে, সরকারি নির্দেশিকায় বলা হয়।
কোন মন্তব্য নেই