Header Ads

১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে ট্রেন চলাচল বন্ধ, নয়া সিদ্ধান্ত রেল বোর্ডের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৫ জুনঃ
আগেই ১২ আগস্ট পর্যন্ত দেশের কোথাও বিশেষ ট্রেন বাদে অন্য কোনও লোকাল অথবা যাত্রী বাহী ট্রেন চলবে না। বৃহস্পতিবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।
ছবি, সৌঃ ইন্টারনেট

যেহেতু ৩০ জুন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের ঘোষণা ছিল, তাই ১ জুলাই থেকে টিকিট বুকিং শুরু হয়েছিল। রেলওয়ে বোর্ড নতুন নির্দেশিকায় জানিয়ে দিয়েছে, ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তাই যাত্রীদের টিকিট বাতিল করা হবে। যাত্রীদের অ্যাকাউন্টে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে। তবে শ্রমিক স্পেশাল ট্রেন গুলো যেমন চলছে তেমনই চলবে বলে জানিয়েছে রেলওয়ে বোর্ড। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.