মহানগরের ১১টি ওয়াৰ্ডে ১৪ দিনের সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটিতে কোভিড–১৯র সংক্ৰমণের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে। যার জন্য রাজ্য সরকার মহানগরের ১১টা ওয়াৰ্ডে সম্পূৰ্ণরূপে লকডাউন ঘোষণা করেছে। গুয়াহাটি পুর নিগমের ২নং ওয়াৰ্ড, ৩নং ওয়াৰ্ড, ৪নং ওয়াৰ্ড, ৫নং ওয়াৰ্ড, ৬নং ওয়াৰ্ড, ৭নং ওয়াৰ্ড, ৮নং ওয়াৰ্ড, ৯নং ওয়াৰ্ড, ১০নং ওয়াৰ্ড (একাংশ), ১৫ নং ওয়াৰ্ড এবং ১৬ নং ওয়াৰ্ডে লকডাউন ঘোষণা করেছে জেলা প্ৰশাসন। মঙলবার সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে এই কথা জানালেন কামরূপ মেট্ৰোর উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু।
উপায়ুক্ত জানানো মতে, মঙলবার রাত ৯ টা থেকে গুয়াহাটির ১১টি ওয়াৰ্ডে লকডাউন ১৪ দিনের জন্য চলবে। এই সময়ে সম্পূৰ্ণরূপে বন্ধ থাকবে এই ১১টি ওয়াৰ্ড। দোকান–পাট বন্ধ থাকবে, বন্ধ থাকবে যান–বাহন চলাচলও। সেই জায়গার কাৰ্যালয়, সভা–সমিতিও বন্ধ থাকবে। অবশ্য সেই জায়গার চিকিৎসালয়, লেবরোটরি, ফাৰ্মাসি, মুদি দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, মুদি দোকান, শাক–সব্জি, ফল–মূল এবং দুধের দোকান দিনের ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত খোলা থাকবে। সাধারণত খোলা থাকবে পেট্রোলপাম্প ও এলপিজি সেবা। ১১টি ওয়াৰ্ডে থাকা সাধারণ জনগণের জন্য হোটেল, লজ প্রভৃতি বন্ধ থাকবে। সরকারি কৰ্মচারী, জরুরিকালীন সেবায় নিয়োজিত লোক, চিকিৎসক, নার্স, প্রশাসন, সাংবাদিক তথা সংবাদ প্ৰতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিরা বাইরে বেড়োতে বা প্রবেশ করার অনুমতি দেবে প্ৰশাসন। সেই ওয়াৰ্ডসমূহের কোনো লোকের মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্ৰিয়ার জন্য ২০জন লোককে অনুমতি দেবে সরকার। প্ৰথম লকডাউন থেকে এবারের লকডাউন অধিক কঠোর হবে বলে জানা গেছে। অনুমতি থাকা সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক ব্যবহার করতে হবে। আইন উলংঘনকারীকে কঠোর শাস্তি প্রদান করবে সরকার। এদিকে গুয়াহাটি পুৰ নিগমের ৩১টি ওয়াৰ্ডে সৰ্বসাধারণ লোকের জন্য কোভিড টেষ্টের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
উপায়ুক্ত জানানো মতে, মঙলবার রাত ৯ টা থেকে গুয়াহাটির ১১টি ওয়াৰ্ডে লকডাউন ১৪ দিনের জন্য চলবে। এই সময়ে সম্পূৰ্ণরূপে বন্ধ থাকবে এই ১১টি ওয়াৰ্ড। দোকান–পাট বন্ধ থাকবে, বন্ধ থাকবে যান–বাহন চলাচলও। সেই জায়গার কাৰ্যালয়, সভা–সমিতিও বন্ধ থাকবে। অবশ্য সেই জায়গার চিকিৎসালয়, লেবরোটরি, ফাৰ্মাসি, মুদি দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, মুদি দোকান, শাক–সব্জি, ফল–মূল এবং দুধের দোকান দিনের ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত খোলা থাকবে। সাধারণত খোলা থাকবে পেট্রোলপাম্প ও এলপিজি সেবা। ১১টি ওয়াৰ্ডে থাকা সাধারণ জনগণের জন্য হোটেল, লজ প্রভৃতি বন্ধ থাকবে। সরকারি কৰ্মচারী, জরুরিকালীন সেবায় নিয়োজিত লোক, চিকিৎসক, নার্স, প্রশাসন, সাংবাদিক তথা সংবাদ প্ৰতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিরা বাইরে বেড়োতে বা প্রবেশ করার অনুমতি দেবে প্ৰশাসন। সেই ওয়াৰ্ডসমূহের কোনো লোকের মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্ৰিয়ার জন্য ২০জন লোককে অনুমতি দেবে সরকার। প্ৰথম লকডাউন থেকে এবারের লকডাউন অধিক কঠোর হবে বলে জানা গেছে। অনুমতি থাকা সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক ব্যবহার করতে হবে। আইন উলংঘনকারীকে কঠোর শাস্তি প্রদান করবে সরকার। এদিকে গুয়াহাটি পুৰ নিগমের ৩১টি ওয়াৰ্ডে সৰ্বসাধারণ লোকের জন্য কোভিড টেষ্টের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
কোন মন্তব্য নেই