Header Ads

গুয়াহাটিতে গণ সংক্রমণের আশঙ্কা, সবাই ভয় পাচ্ছে


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটি মহানগরকে ক্রমশ করোনা সংক্রমণ বিস্তার লাভ করছে। ২৪ ঘন্টায় ৩৮২ জন সংক্রমণ ঘটেছে। চারজন পুলিশ আক্রান্ত হয়েছেন। একজন নার্সের ছাত্রীও আক্রান্ত। রাজ্যে ৫৩৮৮ জন আক্রান্ত হয়েছেন। আরও একজনের মৃত্যু হয়েছে। তিন হাজারের বেশি সুস্থ হয়েছে। দেশে চার লক্ষের বেশি আক্রান্ত হয়েছে। মৃত্য হয়েছে ১৩ হাজারের বেশি মানুষের। সুস্থতার হার ভালো। গুয়াহাটি মহানগরে ২৫ থেকে ৩০ জনের কোনো ট্রাভেল হিস্ট্রি বা ভ্রমণ বৃত্তান্ত নেই, অথচ করোনা আক্রান্ত হয়েছে। সেই কারণে গণসংক্রমণের আশংকা উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্য বিভাগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.