Header Ads

লাদাখের শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সহ চীনা রাষ্ট্রপতির কুশপুত্তুলিকা দাহ : এবিভিপির


জয়দীপ গোয়ালা, রামকৃষ্ণনগর : ভারত-চীন সীমান্তের লাদাখে গত 15 জুন কুড়ি (২০) জন বীর সন্তান দেশমাতৃকার জন্যে শহীদ হয়েছেনএই মর্মান্তিক ঘটনাকে সঙ্গী করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের করিমগঞ্জ জিলার রামকৃষ্ণনগর শাখার উদ্যোগে গত শনিবার প্রদীপ জ্বালিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি 
জ্ঞাপন করেন পরিষদের কর্মকর্তারাজানা যায়, রামকৃষ্ণনগর বাজার সংলগ্ন নেতাজী বাগে অনুষ্ঠেয় শ্রদ্ধাঞ্জলি নিবেদনপর্বে শাখার কর্মকর্তারা শোকবার্তা প্রেরণের উদ্দেশ্যে শহীদদের আত্মার সদগতি কামনা করে নীরবতা পালন করেনসেইসঙ্গে রামকৃষ্ণনগর বাজারের মাঝপথেই চীনের রাষ্ট্রপতি জিংপিংয়ের কুশপুত্তুলিকা দাহ করে এভিবিপির কর্মকর্তারা "চীনা রাষ্ট্রপতি মূর্দাবাদ" সহ চীনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত 
করে তোলেন প্রত্যন্ত বাজার এলাকাএদিন উক্ত আয়োজনে সামিল ছিলেন রামকৃষ্ণনগর শাখার বিশিষ্ট কর্মকর্তা প্রীতম পাল, অলক গুপ্ত, শশীবিন্দু দে, দীপায়ন দে, রত্নদীপ রায়, বিনিত দাস, অরূপ সিংহ, আকাশ দত্ত, অভিরূপ ভট, কুশল নাথ, ঋষিকেশ বৈদ্য সহ প্রমুখ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.