Header Ads

অসমের একটি সংবাদ পত্রে ডিএইচডিকে নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশ, ক্ষোভ ডিএইচডি সদস্যদের মধ্যে

বিপ্লব দেব, হাফলং, ২৪ জুনঃ 
ভেঙ্গে দেওয়া ডিএইচডি জঙ্গি সংগঠনকে নিয়ে রাজ্যের একটি সংবাদ পত্রে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে ডিএইচডি উভয় গোষ্ঠীর প্রাক্তন সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হাফলং সরকারি বাগান দিহাম রাজিতে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে ভেঙে দেওয়া ডিএইচডি (জে)-র প্রাক্তন সদস্য প্রবীন হাগজার ও ডিএইচডি (এন)-র প্রাক্তন সদস্য বিনেন্দ্র জিডুং ও প্রমেশ ফংলো সম্প্রতি রাজ্যের একটি সংবাদ পত্রে প্রকাশিত ওই সংবাদের তীব্র বিরোধিতা করে বিনেন্দ্র জিডুং বলেন ডিএইচডি দুটি গোষ্ঠীর সদস্য মিলে ডিমা জালাই হসম নামে একটি নতুন সংগঠন তৈরি করেছে। যে সংগঠন ডিএইচডি-র সঙ্গে সরকারের সাক্ষরিত সমঝোতাপত্রের সফল রূপায়নের উদ্দেশ্যে কাজ করবে এমনকি জেলার উন্নয়ন তথা সমাজ গঠনে কাজ করবে তাদের এই সংগঠন বলে জানান বিনেন্দ্র জিডুং। এদিন সাংবাদিক সন্মেলনে ডিমা জালাই হসমের সাধারন সম্পাদক প্রবীন হাগজার বলেন ২০০৯ সনের ২ অক্টোবর আমারা অস্ত্র সংবরন করে জাতীয় জীবনের মূলস্রোতে ফিরে এখন সাধারন মানুষের মত জীবন যাপন করছি ঠিক সে সময় রাজ্যের একটি সংবাদপত্রে ডিএইচডিকে নিয়ে বিতর্কিত সংবাদ প্রকাশ হওয়ার বিষয়টি অত্যন্ত দূর্ভাগ্য জনক বলে মন্তব্য করে প্রকাশিত এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে প্রবীন হাগজার বলেন ওই সংবাদ পত্রে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় ডিএইচডি সংগঠনের কোনও উদ্দেশ্যই ছিল না এই সংগঠন শুধু মানুষ মারার জন্য তৈরি করা হয়েছিল যা তীব্র আপত্তি জনক বলে মন্তব্য করে এই সংবাদ পত্রের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করার হুমকি দেন প্রবীন হাগজার। এদিন সাংবাদিক সন্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমেশ ফংলো সহ প্রাক্তন জঙ্গি সংগঠনের অনান্য সদস্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.