Header Ads

কেরলের মল্লপুরমে হাতির মৃত্যুর জন্য দায়ীদের কড়া শাস্তি হবে বলে জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।


চিত্র-মোহন কৃষ্ণণ।

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩ জুন : দিনকয়েক আগে কেরলের মল্লপুরমের একটি গ্রামে জঙ্গল ছেড়ে ঢুকে পড়েছিল একটি হাতি। বারুদ ঠাসা একটি আনারস খেয়ে ফেলেছিল অন্তঃসত্ত্বা হাতিটি। ফলে গর্ভের সন্তান সহ মৃত্যু হয়েছিল হাতিটির। এই ঘটনায় গ্রামেরই কয়েকজন জড়িত বলে অভিযোগ উঠেছিল।
বনবিভাগের অফিসার মোহন কৃষ্ণণ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বিবরণ দিয়েছিলেন ঘটনার। মোহন কৃষ্ণণ জানিয়েছিলেন, হাতিটির মুখের ভেতর বারুদে ঠাসা আনারসটি ফেটে যাওয়ার পরেও হাতিটি বুঝতে পারেনি ঠিক কি ঘটেছে। এরপর তীব্র জ্বালা-যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়িয়েছে গোটা গ্রাম। তবে এই অবস্থায়ও কাউকে আক্রমণ করেনি বা বাড়িঘর ভাঙেনি। সহজ-সরল ছিল হাতিটি। তবে নিঃসন্দেহে বুঝেছিল অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তখন নিশ্চয়ই গর্ভস্থ সন্তানের কথা মাথায় এসেছিল তার।
স্থানীয় নদীতে মুখ ডুবিয়ে বসেছিল হাতিটি। হয়তো ভেবেছিল এতে মুখের জ্বালা-যন্ত্রণা কমবে। কীটপতঙ্গেরা আঘাতের জায়গাতে উৎপাত করবে না।
এই ঘটনার খবর পেয়েই ছুটে গিয়েছিলেন মোহন কৃষ্ণণ। কিন্তু জল ছেড়ে উঠতে চায়নি হাতিটি।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিবাদের ঝড় উঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। ক্ষোভ উগড়ে দেন সাধারণ মানুষ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ওঠে।
বুধবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, কেরলের মল্লপুরমের ঘটনার তদন্ত করছে বন দফতর। খুব শীঘ্রই ধরা পড়বে ঘটনায় জড়িতরা। যারা ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর  পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পিনারাই বিজয়ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.