Header Ads

"দায়িত্ব"!!

সম্পাদক-সমীপেষু
দায়িত্ব শব্দটা খুব কঠিন। দায়িত্ব পালন করা হচ্ছে কি হচ্ছে না তাই নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু দায়িত্ব পালন করছি কি করছি না সেটা নিয়ে আলোচনা হতে আমি কোনোদিন শুনিনি। যেটা সবচাইতে আলোচিত বিষয় সরকার দায়িত্ব পালন করছে না। আলোচিত হয় মূলত দুটি সরকারের এক কেন্দ্রীয় সরকার অপরটি রাজ্য সরকার, এবার বলি এই সরকারগুলো তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের মত সবজান্তা পাবলিকের হাতে আর এই পাবলিককে পরিচালিত করে দেশের স্বার্থপর আঁতেল বুদ্ধিজিবীরা, যারা নিজের এবং পছন্দসই সরকারের আঁতে ঘা লাগলে বা কার্যসিদ্ধিতে বাধা এলেই পিলপিল করে ছাপা পাঞ্জাবি পরে কাঁধে ঝোলা নিয়ে বাইরে বেরিয়ে পরে পাবলিক খেপাতে আরম্ভ করে, এবার প্রশ্ন হচ্ছে পাবলিক খেপে উঠছে কেন? না, পাবলিক খেপে উঠছে না, পাবলিক হুজুগে মেতে উঠছে তারাই যাদের দৈনন্দিন জীবন একঘেয়েমিতে ভরে ওঠেছে, যেমন রোজ সকালে উঠে ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে রাজ্য সরকারের ক্লাবগুলোকে দেওয়া অনুদানের(ভিক্ষে) টাকায় বিড়ি চা খেতে খেতে কেরামবোর্ড খেলার ফাঁকে রাস্তার দিকে তাকিয়ে মেয়েদের টিটকিরি করতে করতে। পরের দিন খবরের কাগজে বড় বড় করে ছবি ছেপে লেখা হল "অমুক অন্যায়ের বিরুদ্ধে রাজ্যের বুদ্ধিজিবীরা আন্দোলোনে মুখর হয়ে উঠেছে"! আর এই সব হুজুগে আন্দোলোনগুলো ভোটের  আগে আগে সচরাচর বেশি করে দেখা যায়। সমাজের অধিকাংশ মানুষ যাঁরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের (অজান্তে সরকারেরও) জন্য পয়সা রোজগার করে বাড়ি ফিরে শহরে  সারাদিনের ঘটে যাওয়া খবর জানতে খবরের কাগজে চোখ বুলিয়ে নিতে নিতে প্রায় ঠিক করে ফেলছেন আসন্ন ভোটে নিজের মৌলিক অধিকারটা কাকে দিয়ে এসে কালি লাগানো আঙুলের ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজের দায়িত্বটা সেরে ফেলবেন।
-বিশ্বরূপ সেনগুপ্ত,
জামালপুর, মুঙ্গের, বিহার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.