Header Ads

বছরের শেষ পর্যন্ত গ্রিন কার্ড ও ভিসা স্থগিত করলেন ট্রাম্প !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
২০২০ সালের শেষ পর্যন্ত বিদেশীদের জন্য গ্রিন কার্ড ও ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘোষণা করেছেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে উচ্চ দক্ষতার বিদেশি প্রযুক্তিকর্মী, শীর্ষ নির্বাহী, কৃষিখাতের সহায়ক কর্মী ও গৃহকর্মীরা ক্ষতিগ্রস্থ হবেন।
তবে হোয়াইট হাউস জানাচ্ছে, এর ফলে মার্কিন নাগরিকদের জন্য বাড়তি একটা চাকরির বাজার উন্মুক্ত করবে। যার মাধ্যমে করোনা মহামারীতে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে সহায়ক হবে।

এদিকে সমালোচকরা বলছেন মহামারিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের ভিসা ও গ্রীন কার্ড স্থগিত করা হয়েছে। এ বছরের শেষ অবধি ৫ লাখ ২৫ হাজার লোকের চাকুরিতে এর প্রভাব পড়বে।
এই স্থগিতাদেশের মধ্যে আনুমানিক এক লাখ ৭০ হাজার লোকের গ্রিনকার্ডও রয়েছে। এসব বিদেশীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার সুযোগ পেতে এখন অপেক্ষা করতে হবে চলতি বছরের শেষ পর্যন্ত। এপ্রিলে এসব গ্রিনকার্ড স্থগিত করা হয়েছিল। সোমবার এই স্থগিতাদেশ আরো বাড়ানো হলো মূলত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.