Header Ads

বাঘজানের তেল কূপের নির্গত তেল গ্যাস বন্ধ করতে সিঙ্গাপুরের বিশেযজ্ঞরা এলেন

নয়া ঠাহর, গুয়াহাটি : উজানের তিনসুকিয়া জেলার বাঘজান চা বাগান, অপরদিকে বুনো ঘোড়ার জন্য বিখ্যাত ডিব্রু সাইখোয়া অভ্যারণ্যের কাছে পাঁচ নম্বর তেল কূপে বিস্ফোরণ ঘটেছে গত ২৭ এপ্রিল প্রায় ১২ দিন থেকে ক্রমাগত নির্গত হওয়া বিষাক্ত তেল গ্যাসের প্রভাবে আশপাশের এলাকার মানুষজন ভয় আতংকে ভুগছেন বিভিন্ন ত্রাণ শিবিরে আছেন, চা বাগান, গাছ পালা ডিব্রু নদীর জল, অভয়ারণ্যে বিরূপ প্রভাব পড়েছেজলে তেল ভাসছে। নদীর মাছ, ডলফিন, কীট-পতঙ্গ প্রভৃতি মারা যাচ্ছেমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলে অবিলম্বে তেল গ্যাস নির্গমন বন্ধ করার জন্য বিহিত বাবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন মাঝে তিনদিন হয়ে গেল, আজ সিঙ্গাপুর থেকে এক বিশেযজ্ঞ দল অসমে এসেছে কাল বাঘজানে যাবেএদিকে, ঢিয়াং পাটকাই অভয়ারণ্যে প্রায় ২০ বছর ধরে আইনি-বেআইনিভাবে কয়লা উত্তোলন করা হয়েছে কোল ইন্ডিয়া মে থেকে কয়লা উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করেছেতবে যে সব কয়লা উত্তোলন করা হয়েছে আগেই তা বাইরে পাঠানো যাবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.