Header Ads

মুকুলের জন্য ‘জোড়া উপহার’ অপেক্ষা করছে বিজেপিতে, বাংলা দখলে নয়া চাল মোদী-শাহ’র !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর কম সাফল্য এনে দেননি দলকে। পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন বিজেপিকে জিততে সিংহভাগ কৃতিত্ব তাঁরই--দাবি করেন মুকল রায়ের অনুগামীরা। কিন্তু তিনি বিনিময়ে কিছুই পাননি দল থেকে। কোনও সাংগঠনিক পদও মেলেনি আড়াই বছরের পদ্মশিবিরের কেরিয়ারে। তবে এবার জল্পনার অবসান ঘটতে চলেছে অবশেষে।

বেশ কিছুদিন ধরেই তাঁর মন্ত্রী হওয়া নিয়ে জল্পনা চলছিল। সেই উদ্দেশ্যেই তাঁকে দিল্লি তলব করা হয়েছিল বলে খবর রটে যায়। কিন্তু তিনি খালি হাতে ফিরে আসার পর তাঁর বিজেপি ছাড়া
নিয়েও জল্পনা চলতে থাকে রবিবার দিনভর। এই চাপানউতোরের মাঝেই সূত্রের খবর একেবারে জোড়া উপহার পেতে চলেছেন মুকুল রায়।
এই জুন মাসেই বিজেপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল হতে চলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন সেই সম্ভাবনার কথা। মুকুল রায়ের দিল্লি ত্যাগের পর অমিত শাহের সঙ্গে কথা হয় জেপি নাড্ডার। মুকুল রায়কে নিয়ে তাঁরা যে ভাবছেন, তা স্পষ্ট হয়েছে অব্যবহিত পরেই।
মুকুল রায়ের জন্য সুখবর অপেক্ষা করছে বিজেপিতে, রদবদল হচ্ছে। মুকুল রায় পেতে পারেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতির পদ। এমন সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হচ্ছে। বিজেপির বিভিন্ন সূত্র থেকে এমনই ইঙ্গিত মিলেছে। মুকুল রায় দুদিন ধরে অমিত শাহের সঙ্গে যে বৈঠক করে এসেছেন, তার সুফলই পেতে চলেছেন তিনি। ফলে মুকুল রায়ের জন্য সুখবর অপেক্ষা করছে এই জুনেই।
মুকুল রায়কে চাঙ্গা রাখা বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়! এরপর রাজ্যসভার সাংসদ হয়ে মন্ত্রীত্বও মিলতে পারে। আবার যে সে মন্ত্রক নয়, খোদ অমিত শাহ’র ডেপুটি হতে পারেন মুকুল রায়। একেবারে জোড়া তোফা অপেক্ষা করে আছে মুকুলের জন্য। অদূর ভবিষ্যতে তাঁর মাথায় উঠতে চলেছে এই সম্মান। মোট কথা ২০২১-এর আগে মুকুল রায়কে বাংলা দখলে কাজে লাগানোর সমস্ত পথ খোলা রাখছে বিজেপি।
মুকুল রায়কে কয়লামন্ত্রক দেওয়া হতে পারে--এমনই জল্পনা শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে কয়লা মন্ত্রকের পূর্ণ দায়িত্ব তিনি পেতেন। অর্থাৎ পূর্ণমন্ত্রী হতেন। এখন শোনা যাচ্ছে তিনি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি হতে পারেন। সঙ্গে সাংগঠনিক পদও মিলতে পারে তাঁর। এই জোড়া তোফায় মুকুল অনুগামীরা চাঙ্গা হবেন বিজেপিতে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.