Header Ads

ফের আত্মনির্ভর ভারতের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী



নয়া ঠাহর ওয়েব ডেস্ক, 11 জুনঃ করোনা ভাইরাসের প্রকোপে জেরবার গোটা বিশ্বের অর্থনীতি। এর মধ্যেই ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের  95 তম বার্ষিক সাধারণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব এখন এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। আমরাও এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। ভারত আত্মনির্ভর হওয়ার মুখে। এই বিপদের মুহূর্তকে সুযোগে পরিণত করতে হবে। লড়াই চলছে। দেশকে ফের নিজের পায়ে দাঁড় করানোই বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী আরও বলেন, আত্মনির্ভর হওয়ার পথে প্রথম ধাপ এগিয়েছে ভারত। আত্মনির্ভর ভারত গড়ার কাজ পরিবারের মধ্যে থেকেই শুরু হয। দেশকে আত্মনির্ভর করার উপায় হল বিদেশের প্রতি কম নির্ভরতা। সেই লক্ষ্যেই ভারত এগোচ্ছে বলেও জানান নরেন্দ্র মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.