Header Ads

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তম্ভিত বলিউড থেকে টলিউড, প্রধানমন্ত্রী সহ দেশের সকলেই শোক প্রকাশ করেন


মুম্বাই : ভারতের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশরবিবার মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়
জানা গেছে, বাড়ির গৃহপরিচারিকা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়মি. সিং বেশ কিছুদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছেতার বয়স হয়েছিল ৩৪ বছরশুরুতে ছোট পর্দার মাধ্যমে মিডিয়ে জগতে পা রাখলেও পরবর্তীতে চলচ্চিত্রে বেশ সফলতার পরিচয় দিয়েছেন সুশান্ত সিং রাজপুত
২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করা সুশান্ত আমির খানের সুপারহিট ছবি 'পিকেতে' কাজ করেছিলেনতবে তিনি সবার নজরে এসেছেন 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' বায়োপিক চলচ্চিত্রে মূখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমেএছাড়া 'ডিটেকটিভ বোমকেশ বক্সি', 'শুদ্ধ দেশি রোমান্স' এবং 'কেদারনাথ' চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছেসবশেষ 'ছিচোড়ে' চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন তরুণ এই অভিনেতাএই চলচ্চিত্রের মূখ্য বার্তাই ছিল আত্মহত্যার বিরুদ্ধে, জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দেয়াকে ঘিরে
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার, অনুরাগ কাশ্যাপ, বরুন শর্মাসহ অনেকে১৯৮৬ সালের ২১ জানুয়ারী ভারতের বিহার রাজ্যের পাটনায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুতইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও শুরু থেকে তার ঝোঁক ছিল অভিনয়ের প্রতিসেই আগ্রহ থেকেই মিডিয়া জগতে তিনি পা রেখেছিলের ব্যাকআপ নৃত্যশিল্পী হিসেবেএরপরে তিনি 'কিস দেশ মে হ্যায় মেরা দিল' নামে একটি সোপ অপেরায় প্রথম অভিনয়ের সুযোগ পানএরপরে 'পাবিত্রা রিশতা' সিরিয়ালে মি. সিং-এর অভিনয় তাকে ছোটপর্দায় জনপ্রিয় করে তোলেপরবর্তীতে তিনি নৃত্যের রিয়েলিটি শো 'জারা নাচে কে দিখা' এবং 'ঝালাক দিখলা জা'তেও অংশ নেনতবে বড় পর্দায় আসার পর তার ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকেই যেতে থাকে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.