Header Ads

কোয়ারান্টাইন কর্মীদের নিয়ে অপপ্রচার করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে



নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া: করোনা মোকাবিলায় মানুষ দাঁড়িয়েছে মানুষের পাশে। দেশব্যপী জানানো হচ্ছে করোনা যোদ্ধাদের সম্মান। হুহু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এত কিছুর পরেও নিজের কথা না ভেবে অনেকেই কাজ করে যাচ্ছেন মানুষকে বাঁচানোর জন্য। তবে মানুষের জন্য কাজ করা লোকরা যে সর্বত্র সমাদৃত হচ্ছেন তা নয়।কিছু হীনমন্য লোকেরা অবহেলার চোখে দেখছে এদের। 'মানুষ মানুষের জন্য' কথাগুলিও যেন তাদের জন্য নিরর্থক। বর্হিরাজ্য থেকে আসা শ্রমিকদের জন্য একটি কোয়ারান্টাইন সেন্টার করা হয় বিহাড়া যুধিষ্ঠির সাহা হাইয়ার সেকেণ্ডারী স্কুলে। এখানে প্রথমে পঞ্চাশ জন শ্রমিককে কোয়ারান্টাইন করা হয়। এ সেন্টারে কোয়ারান্টাইন করা লোকদের পরিসেবা দিতে দিবা রাত কাজ করে যাচ্ছেন এলাকার সরকারী ও বেসরকারী কর্মীরা। তবে কোয়ারান্টাইন কর্মীদের নিয়ে কিছু লোক অহেতুক গুজব ছড়াতে ব্যস্ত। এতে প্রচণ্ড সামাজিক অবহেলার শিকার হন তাঁরা। ঘটনাটি সচেতন মহলের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি স্থানীয় শান্তি কমিটির মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়। রবিবার বিহাড়া এম ভি স্কুলে সভাপতি অসিত দেবের নেতৃত্বে এ নিয়ে শান্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কতিপয় গুজব সৃষ্টিকারীদের সনাক্ত করে এদের বিষয়ে বুঝিয়ে বলবেন বলে সকলে একমত হন।  কোয়ারান্টাইন কর্মীদের নিয়ে অপপ্রচার করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন শান্তি কমিটির সদস্যরা। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি নিবাস দাস, রবীন্দ্র নারায়ণ আচার্য, প্রাক্তন জিপি সভাপতি কুমুদ রায়, বর্তমান গাঁও পঞ্চায়েত প্রতিনিধি জয়দীপ দেব, অজি উদ্দিন সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.