Header Ads

চিনের বেজিংয়ে ফের কোভিড সংক্ৰমণ ছড়াচ্ছে, উদ্বেগ প্ৰকাশ চিনা প্ৰশাসনের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৬ জুনঃ ফের করোনা হু হু করে বাড়ছে চিনের রাজধানী বেজিং শহরে। রাজধানীর শিনফাডি পাইকারি বাজার থেকে নতুন করে করোনা সংক্ৰমণ শুরু হয়েছে। মঙ্গলবার এমনই জানালেন বেজিং পুর প্ৰশাসনের এক অফিসার । 

 ছবি, সৌঃ ইন্টারনেট


রাজধানীতে ফের কোভিড সংক্ৰমণ শুরু হওয়ায় নতুন করে ফের এই রোগ ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে। বেজিং পুরো প্ৰশাসনের মুখপাত্ৰ শু হেজিয়ান জানিয়েছেন- রাজধানীতে কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

চলতি বছরের শুরুতে লকডাউন করে এবং র‍্যানডম কোভিড টেস্ট করে অতিমারিকে ঠেকিয়েছিল চিন। গত ৫ দিনে বেজিংয়ে ১০৫ জন নতুন করে কোভিড আক্ৰান্ত হয়েছেন। এরপর শহরের ১০৬ টি এলাকায় লকডাউন জারি করা হয়। বেজিংয়ে নতুন করে ফের কোভিড ছড়ানোয় উদ্বেগ প্ৰকাশ করেছে (ওয়াৰ্ল্ড হেল্থ অৰ্গানাইজেশন) হু-ও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.